১৯৬৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। আনসার বি.ডি.পি ক্লাবকে জনাব জান মাহমুদ ও আশরাফ আলী ৬ বিঘা জমি দান করেন। ইহার ১ বিঘা বা ৩৫ শতাংশ জমি আনসার বি.ডি.পি ক্লাবের কর্তৃপক্ষ টেপিরবাড়ী আনসার সরকারী প্রাথমিক বিদ্যালয়কে দান করেন। উদ্যোক্তা অত্র এলাকার জনগন। প্রতিষ্ঠাতা জনাব আলাউদ্দিন মৃর্ধা।