Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন

 

১৪ টি গ্রামের সমন্বয়ে কালের সাক্ষি রেখে প্রতিষ্ঠিত ৪ নং তেলিহাটি ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সাংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

 

ভৌগলিক অবস্থানঃপূর্বে বরমী ইউনিয়ন, দক্ষিনে শ্রীপুর পৌরসভা, পশ্চিমে মাওনা ইউনিয়ন এবং উত্তরে কাওরাইদ ইউনিয়ন।

 

ক) নাম                          : ৪ নং তেলিহাটি ইউনিয়ন পরিষদ কমপেস্নক্স।

খ) আয়তন                     : ৪৬.৯৬ কিলোমিটার।

গ) লোকসংখ্যা                  : ৬৬০৭৫ জন।

ঘ) গ্রামের সংখ্যা               : ১৪ টি।

ঙ) মৌজার সংখ্যা              : ৬টি।

চ) হাটবাজারের সংখ্যা        : ৮ টি।

ছ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থাঃ সি.এন.জি ও রিক্সা।

জ) শিক্ষারর হার               : ৬৫%

ঝ) সারকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১২ টি।

ঞ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা : ৬ টি।

ট) উচ্চ মাধ্যমিক বিদ্যায়ের সংখ্যা        : ৪ টি।

ঠ) নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা : ২ টি।

ড) কলেজের সংখ্যা            : ২টি।

ঢ) মাদ্রাসার সংখ্যা  : ২ টি।

ণ) মজজিদের সংখ্যা : ১২১ টি।

ত) ঈদগাহ্ মাঠের সংখ্যা : ১৫ টি।

থ) ভিজিডি উপকার ভোগীর সংখ্যা : ১৩০ জন।

দ) বয়স্ক ভাতাভোগীর সংখ্যা : ৫৯৩ জন।

ধ) বিধবা ভাতাভোগীপুর সংখ্যা : ১৬০ জন।

ন) অসচ্ছল প্রতিবন্ধীর ভাতা সংখ্যা : ৭৩ জন।

প) দায়িত্বরত চেয়ারম্যান     : জনাব আলহাজ্ব মোঃ আঃ জলিল বি,এ।

ফ) ইউপি নতুন ভবন স্থাপিত কাল : ২০০২ সাল।

ব) নবগঠিত পরিষদের বিবরণঃ-

 

1.       শপথ গ্রহনের তারিখ-

*        চেয়ারম্যান- ২৫/০৭/২০১১ ইং।

*        সদস্যগস-   ২৭/০৭/২০১১ ইং।

      ২. প্রথম সভার তারিখঃ ২৮/০৭/২০১১ ইং।

 

                             ৩. মেয়াদ উর্ত্তীনের তারিখ :

 

) গ্রাম সমুহের নামঃ

 

আবদার, ডোবাড়ীচালা, দেওয়ানেরচালা, তয়কারচালা, তেলিহাটি, গোদারচালা, উদয়খালী, তালতলী, উত্তর পেলাইদ, সাইটালিয়া, টেংরা, বেকাসাহরা, টেপির বাড়ী, মুলাইদ।

 

g)   ইউনিয়ন পরিষদের জনবলঃ

*        নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য                      : ১৩ জন।

*        ইউনিয়ন পরিষদের সচিব                                 : ০১ জন।

*        ইউনিয়ন পরিষদের দফাদার                              : ০১ জন।

*        ইউনিয়ন পরিষদের (মহলস্নাদার) গ্রাম পুলিশ          : ০৯ জন।