মোট জমির পরিমাণ ১০৫ শাতংশ।
পাকা ভবন- ১টি।
কভবন- ১টি, কক্ষ সংখ্যা (অফিস সহ)- ৪টি, ধরণ- পাকা, বিদ্যালয়ের দৈর্ঘ্য- ৬০ ফুট, প্রস্থ্য- ২০ ফুট, জমির পরিমাণ- ১০৫ শতাংশ। ব্যবহার যোগ্য উঁচু বেঞ্চ- ৩৫টি, নীচু বেঞ্চ- ৩৫টি, টেবিল- ৫টি, চেয়ার- ১০টি, আলমারি- ২টি, পেটাঘড়ি- ১টি, শৌচাগার- ১টি, টিউবওয়েল- ১টি, শিক্ষক পদ সংখ্যা- ৪টি, কর্মরত শিক্ষক সংখ্যা- ৪ জন, পুরুষ- ১ জন, মহিলা- ৩ জন। ক্ষের সংখ্যা অফিস সহ- ৪ টি।
১৯৮১ সালে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ একত্রে বসে এই সিদ্ধান্তে উপনিত হয় যে, এই গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় ও আশে পাশ্বের প্রাথমিক বিদ্যালয় অনেক দুরে থাকায় ছেলে/মেয়েদের লেখাপড়ার অনেক অসুবিধা হয়। তার পর দাতা মরহুম আঃ মালেক সরকার, আঃ মজিদ সরকার, মরহুম আঃ মান্নান সরকার, উক্ত বিদ্যালয়ের নামে ১০৫ শতাংশ জমি দান করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায্য সহযোগিতায় একটি মাটির ভবন স্থাপন করে বিদ্যালয়টি স্থাপিত হয়। এর পরে ১৯৯২ সালে বিদ্যালয়টি এম.পিও ভূক্ত হয় এবং ১৯৯৪ সালে সরকারে সহায়তায় একটি পাকা ভবন নির্মাণ করা হয়।
শ্রেণীর নাম | ছাত্র | ছাত্রী | মোট |
১ম | ৩৩ | ১৪ | ৪৭ |
২ম | ২১ | ২৩ | ৪৪ |
৩ম | ১৯ | ১৬ | ৩৫ |
৪ম | ১১ | ১৯ | ৩০ |
৫ম | ১৩ | ১৬ | ২৯ |
মোট | ৯৭ | ৮৮ | ১৮৫ |
নাম | পদবী | গ্রাম | মোবাইল নং | শিক্ষাগত যোগ্যতা |
মোঃ শফিউল আলম সরকার | সভাপতি | তয়কারচালা | ০১৯২৮-৪৩১৫৯৯ | ১০ম শ্রেণী |
আহাম্মদ আলী | সহসভাপতি | গোদারচালা | ০১৯২৪-১২২৫৮০ | এইচ.এস.সি |
মোঃ ইকবাল সরকার | ইউঃ পিঃ সদস্য | গোদারচালা | ০১৭৬২-৬১৫৫৯৫ | ১০ম শ্রেণী |
রফিকুল ইসলাম | সদস্য | আবদার | ০১৭২৭-৩৪৭৪৮৪ | বি.এ. বি.এড |
ফজিলতেন নেছা | সদস্য | মুলাইদ | ০১৭১৬-৩৪৬৬৫৯ | এস.এস.সি |
লাইলিয়া বেগম | সদস্য | গোদারচালা | ০১৭৬৩-৪১৫১৩৩ | ৮ম শ্রেণী |
মাসুদা খাতুন | সদস্য | গোদারচালা |
| ৫ম শ্রেণী |
জাহানারা আক্তার | সদস্য | গোদারচালা | ০১৭২৮-০৭১০৪৮ | এস.এস.সি |
মোছলেম উদ্দিন | সদস্য | টেপিরবাড়ী | ০১৭১২-০৪৪৫৭১ | ১০ম শ্রেণী |
জাহানারা বেগম | সদস্য | গোদারচালা |
| ৫ম শ্রেণী |
আজাহার সরকার | সদস্য | গোদারচালা | ০১৯১৯-০৮০৯৬৩ | ১০ম শ্রেণী |
মোঃ আব্দুল করিম | সদস্য সচিব | উদয়খালী | ০১৭২০-২৪৬৫৩৪ | বিএস-সি |
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফলঃ
পাশের সাল | শতকরা পাশের হার |
২০০৮ | ৯৬% |
২০০৯ | ৯১% |
২০১০ | ১০০% |
২০১১ | ১০০% |
২০১২ | ১০০% |
ভবিষতে বিদ্যায়টিকে শ্রীপুর উপজেলার মধ্যে একটি মডেল প্রাথমিক বিদ্যালয় হিসাবে গড়ে তোলার অঙ্গিকার বদ্ধ।
০১৭২০-২৪৬৫৩৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস