শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে অত্যান্ত মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি ৩৫ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত। বিদ্যালয়ের একটি নিজস্ব মাঠ আছে। বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা ভাল। বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই। বিদ্যালয়ে ০৪ কক্ষ বিশিষ্ট একটি ও ০২ কক্ষ বিশিষ্ট একটি মোট দুইটি পাকা ভবন আছে।
শ্রী প্রসন্ন কুমার বসুর অনুদানে বিদ্যালয়টি ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়। ইহা পরবর্তীতে ১৯৭৩ খ্রিঃ সরকারীকরন করা হয়। সর্বশেষ বদ্যালয়ে ২০০৪-২০০৫ সালে PDEP-2 এর আওতায় ২ কক্ষ বিশিষ্ট একটি একতলা ভবন নির্মিত হয়।
শ্রেণীর নাম | ছাত্র | ছাত্রী | মোট |
১ম | ৪১ | ৪১ | ৮২ |
২ম | ৩৫ | ৪১ | ৭৬ |
৩ম | ৩৪ | ৩৮ | ৭২ |
৪ম | ২৭ | ৩২ | ৫৯ |
৫ম | ১৯ | ২৬ | ৫৪ |
মোট | ১৫৬ | ১৭৮ | ৩৩৪ |
ক্রঃনং | নাম | পদবী | গ্রাম | মোবাইল নং- | শিক্ষাগত যোগ্যতা |
০১ | মোঃ মোস্তফা কামাল | সভাপতি | বেকাসাহরা | ০১৮২০৫২১২৮৪ | এইচএসসি |
০২ | মোঃ নায়েব আলী | সহ-সভাপতি | গাড়ারণ | ০১৭৪২১৪৯৫৪৩ | এইএসসি |
০৩ | মিয়া হোসেন | ইউপি সদস্য | টেংরা | ০১৭১৮৬৩৩২৪৮২ |
|
০৪ | মোঃ মোস্তফা | সদস্য | বেকাসাহরা |
| ৫ম শ্রেণী |
০৫ | বাচ্চু মিয়া | ’’ | বেকাসাহরা | ০১৭২৪০১৭০১৮ | এসএসসি |
০৬ | রোকসানা | ’’ | বেকাসাহরা |
| ৫ম শ্রেণী |
০৭ | আছমা খাতুন | ’’ | বেকাসাহরা |
| ৫ম শ্রেণী |
০৮ | মোঃ মহসিন মিয়া | হাই স্কুল শিক্ষক | বেকাসাহরা |
| ডিগ্রী (পাশ) |
০৯ | রহিমা খাতুন | সদস্য | বেকাসাহরা |
| ৫ম শ্রেণী |
১০ | মাহমুদা সুলতানা | সহঃ শিক্ষক | শ্রীপুর | ০১৯২২৯৩৯৮৯৬ | এম.এ |
১১ | নাজিম উদ্দিন | প্রধান শিক্ষক | শ্রীপুর | ০১৭৪৫৭৮৪২৮২ | এইচ.এস.সি |
২০০৮ সালে ৫ম শ্রেণির পাশের হার- ১০০%
২০০৯ সালে ৫ম শ্রেণির পাশের হার- ১০০%
২০১০ সালে ৫ম শ্রেণিরপাশের হার-১০০%।
২০১১ সালে ৫ম শ্রেণির পাশের হার-১০০%।
২০১২ সালে ৫ম শ্রেণির পাশের হার-১০০%।
মোট ২৫৭ জন, বালিকা ১৪১ জন।
বিগত ৫ বৎসর সমাপনী পরীক্ষায় ১০০% উত্তীর্ণ। বিদ্যালয়টি ‘‘এ’’ গ্রেডে উন্নীত।
সরকারের পৃষ্ঠপোষকতায় ভবিষ্যতে বিদ্যালয়টি একটি মডেল বিদ্যালয় এবং ৮ম শ্রেণী পর্যন্ত চালুর ব্যবস্থা করণ।
০১৭৪৫-৭৮৪২৮২
২০১২ সালে সমাপনী পরীক্ষায় A+ প্রাপ্ত ৬জন ও A প্রাপ্ত ১৮ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস